সদর উপজেলায় পরাজিত দুই প্রার্থীর পাশে আসাদুজ্জামান বাবু
সদ্য সমাপ্ত হওয়া সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত দুই প্রার্থীর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বিজয়ী প্রার্থী আসাদুজ্জামান বাবু। সোমবার রাতে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে অংশগ্রহণকারী এস এম শওকত হোসেনের বাড়িতে যান। পরে মোটরসাইকেল প্রতীক নিয়ে সদর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী গোলাম মোরশেদের বাড়িতে যান। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, নব-নির্বাচিত সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, যুবলীগ নেতা উজ্জ্বল, মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মেনন। সে সময় আসাদুজ্জামান বাবু দুই প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বলেন, জয়-পরাজয় বড় কথা নয়। একসাথে ছিলাম, একসাথে থাকবো।
’সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে আবারো একসাথে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাতক্ষীরার উন্নয়নের কাজ করবো। আর এ উন্নয়নের অগ্রযাত্রায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য তাদের সহযোগিতা কামনা করেন।