শ্যামনগরে দাতিনাখালীতে বেড়ীবাঁধে মারাত্মক ফাটল
শ্যামনগর উপজেলা বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী ৫নং পোল্ডারের বেড়ীবাঁধ ভাঙ্গন মারাত্মক আকার ধারণ করেছে। জরুরী ভাবে মেরামত না করা হলে সামনের জোয়ারে বেড়ীবাঁধ ভেঙ্গে শ্যামনগর সহ কালিগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়ন নদীর পানিতে প্লাবিত হয়ে জান মালের ব্যাপক ক্ষয় ক্ষতির সম্ভাবনা রয়েছে। ভাঙ্গন এলাকার মানুষের ঘুম হারাম হয়ে গেছে। সরেজমিনে দেখাগেছে দাতিনা খালী গ্রামের নাসির মোড়লের বাড়ী থেকে সাবেক মেম্বর আব্দুল জলিলের বাড়ী পর্যন্ত বেড়ীবাঁধ ভাঙ্গন মারাত্মক আকার ধারণ করেছে। বর্তমানে দাতিনাখালী জুয়েলের কাঁকড়া হ্যাচারীর সামনে মারাত্মক অবস্থা। বেড়ীবাঁধের লোকালয় সাইডে প্রায় সবটুকু বেড়ীবাঁধ নদী গর্ভে চলে গেছে। বর্তমানে নদীতে জুয়ার মরা হওয়ায় নদীর পানি লোকালয়ে প্রবেশ করেনি। তবে সামনের বড় জোয়ারের পূর্বে মেরামত না করা হলে নদীর পানিতে এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা। ভাঙ্গন কুলের পাশে ৯০টি সুইজ বসিয়ে নোনা পানি সরবরাহ করার কারণে বেড়ীবাঁধ আর দ্রুত গতিতে ভাঙ্গন সৃষ্টি হয়েছে। এ বিষয়ে শ্যামনগর পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট এসও কে বার বার অভিযোগ করা হলেও কোন অশুভ শক্তির কারণে নোনা পানি সরবরাহ অব্যাহত রয়েছে। এলাকাবাসী জানায়, শ্যামনগর পানি উন্নয়ন বোর্ডের সদস্যরা বলে আসছে বেড়ীবাঁধ ভাঙ্গন কুলে দ্রুত কাজ করা হবে। ইতিপূর্বে সাতক্ষীরা ৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার ও জেলা ও উপজেলা পর্যায়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা এ ভাঙ্গন কুল পরিদর্শন করেছেন। এলাকাবাসী ভাঙ্গন রোধে জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করার জন্য আশু হস্তক্ষেপ কামনা করেছেন।