শ্যামনগরে জলবায়ু সপ্তাহ ২০১৯ এর উদ্বোধন
উপজেলা জলবায়ু পরিষদের আয়োজনে আজ ২৭ মার্চ শ্যামনগরে জলবায়ু সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়। সকাল ১০টায় জলবায়ু সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মহসিন উল মুলক, উপজেলা জলবায়ু পরিষদের সভাপতি সাবেক উপাধ্যক্ষ নাজিম উদ্দীন ও অধ্যক্ষ আশেক এলাহী। এছাড়াও জলবায়ু পরিষদের সকল সদস্য উপস্থিত থাকে। জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা, পথ দেখাবে জলবায়ু সক্ষমতার। প্রাণ ও প্রকৃতির প্রতি সহিংসতা বন্ধ কর- জলবায়ু ও দুর্যোগের ক্ষতির হ্রাস করণ। জলবায়ু অর্থায়নে চাই সুশাসন এবং টেকসই পরিকল্পনা প্রণয়ন। জলবায়ু তহবিল ব্যবহারে জবাব দিহিতার সাথে সাথে চাই স্বচ্ছতা ও ন্যায্যতা। এসকল দাবী সম্বলিত প্ল্যাকার্ড হাতে সকল সদস্যের অংশ গ্রহণে উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।