শার্শায় ট্রাকের ধাক্কায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু
যশোরের শার্শায় বালু বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে । আহত হয়েছেন শিশুর দাদা হারুন-অর রশিদ।
শার্শার গোড়পাড়া পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক খায়রুল আলম বলেন, আজ বুধবার দুপুর আড়াইটার সময় ঘটনাটি ঘটেছে উপজেলার নাভারন গোড়পাড়া
-কেরালখালি সড়কের হাজরাতলা মোড় নামক স্থানে।
নিহত শিশু কামরুজ্জামান (০৫) শার্শা উপজেলার চান্দুড়িয়ার ঘোপ গ্রামের রাজু বিশ্বাসের ছেলে। বালু বোঝাই ট্রাকটি নাভারন থেকে গোড়পাড়া যাচ্ছিল। কেরালখালি হাজরাতলা মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে চাপা দেয়। এ সময় শিশুটি তার দাদা হারুন-অর রশিদের সঙ্গে ছিলেন। শিশুটিকে স্থানীয় হাসপাতাল ভর্তি করা হয়েছে।
ট্রাকটি আটক করেছে পুলিশ কিন্তু চালক ও তার সহকারি পালিয়ে গেছে।
Please follow and like us: