বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও জনগণের মতামত গ্রহণ অভিযান পরিচালনা

বিশ্ব পানি দিবস-২০১৯ উপলক্ষে সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিতকরণে মানববন্ধন ও জনগণের মতামত সংগ্রহ অভিযান পরিচালনা

সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার আয়োজনে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহযোগিতায় ২২ মার্চ বিশ^ পানি দিবস উপলক্ষে “সকলের জন্য সুপের পানির প্রাপ্যতা নিশ্চিতে চাই, পানি খাতে সুশাসন ও দুর্নীতি নিয়ন্ত্রণ” এই পতিবাদ্যকে সামনে রেখে বিভিন্ন শ্রেণি-পেশার জনগণের উপস্থিতিতে গতকাল ২৭ মার্চ ২০১৯ রোজ বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা শহরের চালতেতলা বাজারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সনাক সভাপতি কিশোরী মোহন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সকলের জন্য সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করতে পানি খাতে সুশান ও দুর্নীতি নিয়ন্ত্রণ করার দাবী বক্তব্য রাখেন সনাক সদস্য প্রফেসর আব্দুর হামিদ, হেনরী সরদার, প্রথম আলোর সাতক্ষীরার স্টাফ রিপোর্টার ও সনাক সদস্য কল্যাণ ব্যানার্জি, নাগরিক আন্দোলন ম সাতক্ষীরার আহ্বায়ক এড.ফাহিমুল হক কিসলু, বেসরকারি উন্নয়ন সংস্থা স্বদেশ নির্বাহী পরিচালক মধাব চন্দ্র দত্ত, ভূমিহীন উন্নয়ন সমিতির সভাপতি আব্দুস সাত্তার, সুধাংশু শেখর সরকার, সনাক সাতক্ষীরার ইয়েস দল নেতা মোঃ মনিরুল ইসলাম মিম, ইয়েস সহদল নেতা মোসাঃ বিউটি আক্তার, ইয়েস ফ্রেন্ডস দলনেতা মোঃ জুবায়ের আহম্মেদ, ইয়েস সদস্য জাহিদা জাহান মৌ প্রমূখ। মাানবন্ধনে বক্তাগণ বাংলাদেশের সর্বস্তরের মানুষের সুপেয় পানির অভিগম্যতা নিশ্চিতে অপরিহার্য সুশাসন ও দুর্নীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশ^ পানি দিবস ২০১৯ উপলক্ষে টিআইবি’র ৭ দফা দাবীর প্রতি একাত্মতা ঘোষণা করেন এবং স্থানীয় পর্যায়ে সাতক্ষীরা পৌরসভার সরবরাহকৃত পানি সুপেয় ও বিশুদ্ধতা নিশ্চিত করার দাবী জানান। এ সময় বক্তাগণ সাতক্ষীরা পৌরসভার পানি খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা, প্রতিটি ওয়ার্ডের সকল নাগরিককে সুপেয় পানি সরবরাহ করা, ড্রেনেজ ও পয় এবং পানি বিলের কাঠামো নির্ধারণে জনগণের সাথে মতবিনিময়ের দাবী জানিয়ে পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তাছাড়া টেকসই উন্নয়ন অভীষ্ট-৬ এ নিরাপদ পানি ও পয়ঃনিষকাশন ব্যবস্থায় সকলের অভিগম্যতা নিশ্চিত করা এবং টেকসই ব্যবস্থাপনা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ গ্রহণেরও দাবী জানানো হয়।

মানববন্ধনে টিআইব’র সুপারিশগুলো: সাংবিধান ও পানি সম্পর্কিত সংশ্লিষ্ট সকল নীতিমালা ও আইনে পানিকে বাংলাদেশের সকল জনগনের একটি মৌলিক ও মানবিক অধিকার হিসেবে সুষ্পষ্টভাবে স্বীকৃতি দিতে হবে; নারী -পুরুষ, ধম, বর্ণ, ভাষা, জাতীয়, শারীরিক অক্ষমতা,বয়স, স্বাস্থ্য, সম্পদ, বাসস্থান,অথনৈতিক ও সামাজিক অবস্থান ইত্যাদি বিবেচনার উর্ধ্বে উঠে বাংলাদেশের সকল জনগণ, বিশেষ করে প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য নিরাপদ সুপের পানির অভিগম্যতা নিশ্চিত করতে হবে; ক্ষমতাবান ব্যক্তি, ব্যবসায়ী বা সংশ্লিষ্ট সরকারি, বেসরকারি ও ব্যক্তিমালিকানাধিন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অবৈধভাবে দক্ষলকৃত নদী,জলাশয় ও জলাভূমিসমূহ দক্ষলমুক্ত করে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং প্রাকৃতিক জলাধারাসমূহ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে; পানি সম্পদ খাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহে স্বচ্চতা ও জবাবদিহিতা বৃদ্ধির মাধ্যমে শুদ্ধাচার ব্যবস্থাপনার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ ও সকল কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির অভিডেযাগ নিরসনে কার্যকর জবাবদিহি পদ্ধতি প্রতিষ্ঠার পাশাপাশি অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে কবে; পানি ও পয়ঃনিস্কাশন ব্যবস্থা উন্নয়নে স্থানীয় কমিনিটির সমর্থন ও প্রত্যক্ষ অংশহগ্রহণ শক্তিশালী করতে হবে; জাতীয় ও আন্তর্জাতিক উৎস হতে পানি ুখাতে বরাদ্দকৃত তহবিলের সুষ্ঠ বরাদ্দ ও ব্যবহার নিশ্চিত করণের জন্য স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও নাগরিক অংশগ্রহণমূলকভাবে সব ধরণের সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন করতে হবে; এবং পানি খাত সংশ্লিষ্ট সরকারের বিভিন্ন বিভাগসর্মহের কার্যক্রমের ক্ষেত্রে পুনারাবৃত্তি পরিহার করে, বিভাগগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিত করে সঠিক পরিকল্পনার মাধ্যমে সুষ্ঠভাবে পানি-সম্পর্কিত উন্নয়ন পরিচালনা ও টেকসই ব্যবস্থপনা নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে সাতক্ষীরা পৌর সভার চালতেতলাবাসি,সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন এনজিও কর্মিসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় শতাধিক নাগরিক অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে সনাক সাতক্ষীরার ইয়েস গ্রুপের সদস্যগণ সাতক্ষীরা পৌর সভার সুপের পানি ব্যবস্থাপনার বিষয়ে স্থানীয় জনসাধারণের লিখিত মতামত গ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন টিআইবি সাতক্ষীরার এরিয়া ম্যানেজার আবুল ফজল মোহাম্মাদ আহাদ।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)