নেপালে জলবায়ু বিষয়ক সম্মেলনে যাচ্ছে সাতক্ষীরার মেয়ে কান্তা রেজা
সাতক্ষীরার কলারোয়ার মেয়ে কান্তা রেজা চার দিনের জলবায়ু বিষয়ক সম্মেলনে যোগ দিতে নেপালে যাচ্ছে।
নেপাল ইয়ুথ ডেভেলপমেন্ট সেন্টার ও বাংলাদেশ এর যৌথ আয়োজনে আগামী ২৮ মার্চ থেকে ৩১ মার্চ নেপালের ইটাহারিতে চারদিনের এই জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের তরুণদের প্রতিনিধি হয়ে ‘জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা’ বিষয়ক সেশনে প্যানেল স্পিকার হিসেবে বক্তব্যও রাখবেন কান্তা রেজা।
চারদিনের ওই জলবায়ু বিষয়ক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস। সম্মেলনে পর্যটন, পরিবেশ, জলাবায়ু ও বাণিজ্য বিষয়ক আরও তিনটি বিষয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হবে।
নেপালে অনুষ্ঠিতব্য ওই সম্মেলনে বাংলাদেশ থেকে ৮৬ জনের একটি প্রতিনিধি দল যাচ্ছে।
প্রসঙ্গত, কান্তা রেজার বাড়ি কলারোয়া উপজেলার তুলসীডাঙ্গা গ্রামে। তার বাবার শেখ কামাল রেজা। তিনি একজন সাংস্কৃতিক সংগঠক এবং কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক। আর মা তহমিনা পারভীন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। কান্তা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনিস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজে মাস্টার্সে অধ্যয়নরত। সে সকলের কাছে দোআ প্রার্থী।