নলতাসহ আশেপাশের এলাকায় ফেন্সিডিলের খালি বোতলের ছড়াছড়ি
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতাসহ আশেপাশের এলাকায় ফেন্সিডিলের খালি বোতলের ছড়াছড়ি। ঘোড়াপোতার মোড়ের পাশের বাগানে, বিশেলক্ষীর পানের বরজের পাশের বাগান, শ্বশানঘাটসহ এলাকার বিভিন্ন জায়গায় ফেন্সিডিলের খালি বোতল ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। এবিষয় স্থানীয়দের ভাষ্যমতে এলাকায় মাদক সেবনকারীদের আনাগোনা এবং অবাধে বিচরণ লক্ষ্য করেন তারা। মাদক সেবনকারীরা সংঙ্গবদ্ধ হওয়ায় কেহ মুখ খুলতে পারেন না বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই। বর্তমান সরকার যখন মাদক নির্মূলে বদ্ধপরিকর কিন্তু ঠিক তখনই এই ধরনের মাদক সেবনের প্রমাণ পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল। এলাকায় মাদকাসক্তি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সমাজের তরুণ প্রজন্মের একটি অংশ আজ মাদক নেশায় বেশী আক্রান্ত। মাদকাসক্তির মতো সর্বনাশা নেশার কবলে পড়ে তরুণ প্রজন্মের উল্লেখযোগ্য অংশ জীবনীশক্তি হারিয়ে ফেলতে বসেছে। মরণ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে শত সহস্র প্রাণ। ঘরে ঘরে সৃষ্টি হচ্ছে অশান্তি। জানা যায়, মাদকদ্রব্যাদি সেবনের ফলে মানবদেহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। মদপানের বিরূপ প্রতিক্রিয়া মানবদেহের উপর যে কি পরিমাণ কু-প্রভাব ফেলে তা আজকাল দিনের মত পরিষ্কার। একথা সর্বজন বিদিত যে,মদ বা এলকোহল কণ্ঠনালী এবং খাদ্যনালীতে ক্যান্সার সৃষ্টির মূল উৎস হিসেবে কাজ করার পাশাপাশি পাকস্থলীতে ক্যান্সার সৃষ্টির ব্যাপারেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এই মাদকের মরণ থাবায় ধ্বংশ হচ্ছে যুব সমাজ, আর নেশার টাকা যোগান দিতে গিয়ে জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে। এমতাবস্থায় অত্র এলাকার মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ মানুষ।