কালিগঞ্জে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মিলাদ-মাহফিল
কালিগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে ব্যাপক ভোট পেয়ে জয়লাভ করে উপজেলা চেয়ারম্যানপদে নির্বাচিত হয়েছেন সাঈদ মেহেদী।গত ২৪শে মার্চ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ে সমগ্র উপজেলাজুড়ে আনন্দ জোয়ারে ভাসছেন তাঁর ভক্ত, সমর্থক ও নেতা-কর্মিরা। এজন্য আনন্দের এক ব্যতিক্রমী বহিঃপ্রকাশ ঘটিয়েছে কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের মহেষকুড় গ্রামের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর ভক্তরা। তার বিজয়ে বিভিন্ন স্থানে আধুনিকতার ছোঁয়াযুক্ত উল্লাস ও আনন্দ মিছিল দেখা গেলেও এখানে বিজয় উল্লাসের এক ভিন্ন চিত্র ফুটে উঠেছে। বুধবার (২৭ মার্চ) মহেষকুড় এলাকায় উপজেলা চেয়ারম্যানের ভক্তদের উদ্যোগে তার বিজয় উপলক্ষে স্থানীয় মহেষকুড় জামে মসজিদে আছরের নামাজ শেষে এক মিলাদ- মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠান সাঈদ মেহেদীর বিজয়ের আনন্দে মসজিদের মুসল্লিসহ সমগ্র এলাকার মানুষদের মিষ্টি বিতরণ করেন তার ভক্তরা। সমগ্র মিলাদ-মাহফিল ও দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন হযরত মাওলানা বাকি বিল্লাহ বেলালী ( খতিব, মহেষকুড় বাইতুন নুর জামে মসজিদ )। উক্ত দোয়ার অনুষ্ঠানে সাঈদ মেহেদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ তিনি যেন জাতীর জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবের আদর্শ বজায় রেখে সঠিক ও নিরপেক্ষ ভাবে কালিগঞ্জ উপজেলার জনগণের খেদমত করতে পারেন সে কামনা করা হয়।