তালায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে স্বাধীনতা দিবস পালন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনে তালা উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।
আজ মঙ্গলবার (২৬ মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, সাড়ে ৭ টায় শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত, সারাদেশের ন্যায় সকাল ৮টায় একযোগে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন, এরপরে পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার-ভিডিপি, স্কাউটস, গার্লস গাইড এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী তালা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
এসময় অভিবাদন ও সালাম গ্রহণ করেন তালার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন, তালা থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেল ও পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম। অভিবাদন মঞ্চে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। এর আগে সকাল ৭ টায় পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ,ছাত্রলীগ, জাতীয় পার্টি, ছাত্র সমাজ, তালা সরকারি কলেজ, মহিলা কলেজ, মুক্তযোদ্ধা কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠন।অনুষ্ঠান চলমান,