আফগানিস্তানে তালেবানের হামলায় নিহত ৩৩
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে তালেবান হামলায় নিরাপত্তা বাহিনীর ৩৩ সদস্য নিহত হয়েছেন। সম্প্রতি তালেবানদের বিধ্বংসী হামলায় ২৬ সৈন্য এবং সাত পুলিশ সদস্য নিহত হন। তবে এসব ঘটনায় নিহতদের পরিচয় প্রকাশ করেনি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সোমবার হেলমান্দ প্রদেশের কাউন্সিল প্রধান আতাহুল্লাহ আফগান সংবাদ সংস্থা এপি’কে জানান, শুক্রবার প্রদেশটির সানগিন শহরের হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনীর ৩১ সদস্য আহত হয়েছেন।
আফগানিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র সওয়াব শাহ বলেছেন, এ ঘটনার পর প্রদেশটির নিরাপত্তা বাহিনীকে সরকারি বিমানের মাধ্যমে সহায়তা পাঠানো হচ্ছে। পাশাপাশি সেখানে আরো সৈন্যও মোতায়েন করা হবে।
এদিকে তালেবান এসব হামলার দায় স্বীকার করেছে। তবে হামলার ঘটনায় সরকার পক্ষ থেকে কোনো বিবৃতি দেয়া হয়নি।
Please follow and like us: