রাজার বাগান প্রাথমিক বিদ্যালয়ে গণহত্যা দিবসে আলোচনা
সাতক্ষীরা পৌরসভার রাজার বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন গুলশানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওয়াজেদ কচি।
সভায় প্রধান অতিথি শিশু শিক্ষার্থীদের সামনে ২৫ মার্চ কালো রাতে নিরীহ নিরস্ত্র বাঙালিদের উপর পাক হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ, ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা, একই সময়ে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে যাওয়া ও দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা তথা বিজয় অর্জনের নানা ঘটনা তুলে ধরেন।
এ সময় তিনি শিক্ষকদের প্রতি শিশু শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার আহবান জানান।
সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সহকারী শিক্ষক রাশিদা পারভীন, বিলকিস বানু, মৌসুমী চৌধুরী, তহমিনা খাতুন ও হাসনা হেনা।