উপজেলা নির্বাচনে নব-নির্বাচিতদের অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের
সদ্য সমাপ্ত সাতক্ষীরা উপজেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরা সদরের চেয়ারম্যান পদে আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, কলারোয়ার আমিনুল ইসলাম লাল্টু, তালার ঘোষ সনদ কুমার, আশাশুনির এ.বি.এম মোস্তাকিম, দেবহাটার আলহাজ্ব আব্দুল গণি, কালিগঞ্জের সাঈদ মেহেদী ও শ্যামনগরে আতাউল হক দোলনসহ পুরুষ-মহিলা ভাইস-চেয়ারম্যানদের অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা সহ সকলের দীর্ঘায়ু কামনা করেছে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম এর নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম (দৈনিক প্রবাহ), সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন (দৈনিক তৃতীয় মাত্রা ও দৈনিক পত্রদূত), সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস (সাপ্তাহিক দখিনার দূত), সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কাজী নাছির উদ্দীন (দৈনিক আমার সংবাদ), যুগ্ম-সম্পাদক শেখ বেলাল হোসেন (দৈনিক গণজাগরণ ও দৈনিক পত্রদূত), সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া (দৈনিক বঙ্গজননী), অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল (দৈনিক কাফেলা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ (দৈনিক আজকের সাতক্ষীরা), কার্য্য নির্বাহী সদস্য মোঃআবুল কালাম (সাপ্তাহিক মুক্তস্বাধীন), আনিছুর রহমান তাজু (দৈনিক যুগের বার্তা), আরীফ মাহমুদ (দৈনিক যায়যায়দিন, দৈনিক পত্রদূত), মোঃ আব্দুল মতিন (দৈনিক যায়যায়দিন, দৈনিক দেশ সংযোগ) মোঃ হেলাল উদ্দীন (ক্রাইম প্রতিদিন, সিপি টি ভি), কাজী ফখরুল ইসলাম রিপন (দৈনিক সোনালীবার্তা) ও এ এইচ এম তুমু (দৈনিক তৃতীয় মাত্রা) প্রমুখ নেতৃবৃন্দ।