আশাশুনিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিষ্ঠান নির্বাচন
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে আশাশুনিতে শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন পর্যায়ের শ্রেষ্ঠ স্থান অধিকারী নির্বাচন করা হয়েছে।
বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচনে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন, মাধ্যমিক স্কুল পর্যায়ে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস ও মাদরাসা পর্যায়ে আশাশুনি আলিয়া মাদরাসার সুপার আলহাজ্ব ড. মোঃ আবুল হাসান। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও গুনাকরকাটি খাইরিয়া আজিজীয়া কামিল মাদরাসা। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন, আগরদাড়ি রহিমিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দুখীরাম ঢালী ও আশাশুনি আলিয়া মাদরাসার সহ-মৌলবী মুস্তাহিদুর রহমান। শ্রেষ্ঠ রোভার শিক্ষক আশাশুনি সরকারি কলেজের পবিত্র কুমার দাস, শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছাম্মাৎ সেলিনা আক্তার, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর রহমান, শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক আশাশুনি সরকারি কলেজের প্রভাষক সজল কুমার আঢ্য, শ্রেষ্ঠ স্কাউট বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের ৯ম শ্রেণির ছাত্র ইমরান নাজির, শ্রেষ্ঠ গার্ল গাইড একই স্কুলের ১০ শ্রেণির ছাত্রী রাদিয়া আল ফাতেমা ও শ্রেষ্ঠ বিএনসিসি আশাশুনি সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ওমর ফারুক।