১৮২ রানের লক্ষ্যে ব্যাট করছে কেকেআর
কলকাতার ইডেন গার্ডেনে দ্বিতীয় দিনের প্রথম ম্যাচটা বেশ আশা জাগানিয়া হয়ে থাকলো। টি-টোয়েন্টির আসল মজা, ধুম-ধাড়াক্কা চার-ছক্কার প্রদর্শনীতে বেশ প্রাণবন্ত ম্যাচটা।
টস হেরে ব্যাট করতে নেমে স্বাগতিক কলকাতা নাইট রাইডার্সকে ১৮২ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।
নিজেদের প্রথম ম্যাচে ডেভিড ওয়ার্নার ঝড় তুলেন। ৫৩ বলে ৮৫ রান করে আউট হন তিনি। ৯টি বাউন্ডারির সঙ্গে মারলেন ২টি ছয়।
ওয়ার্নার ঝড়ের ওপর ভর করেই চ্যালেঞ্জিং স্কোর গড়ে তুলতে সক্ষম হয় সাকিব আল হাসানের দল। কলকাতার অধিনায়ক দিনেশ কার্তিক টস জিতে হায়দ্রাবাদকে ব্যাটের আমন্ত্রণ জানান।
টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার ডেভিড ওয়ার্নার আর জনি বেয়ারস্টো মিলে ১১৮ রানের জুটি গড়ে তোলেন। ৩৫ বলে ৩৯ রান করে আউট হন জনি বেয়ারস্টো। ৩টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মার মারেন তিনি। এরপর মাঠে নেমে অবশ্য দ্রুত আউট হয়ে যান ইউসুফ পাঠান। ৪ বল মোকাবেলা করে তিনি করেন মাত্র ১ রান।
ইউসুফ পাঠানের আগেই অবশ্য আউট হন ডেভিড ওয়ার্নার। দলীয় ১৪৪ রানের মাথায় আন্দ্রে রাসেলের বলে রবিন উথাপ্পার হাতে ক্যাচ দিয়ে ৫৩ বলে ৮৫ রান করে ফেরেন তিনি । এরপর বিজয় শঙ্কর আর মানিস পান্ডে মিলে ইনিংসের বাকি পথ পাড়ি দেন।
২৪ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেন বিজয় শঙ্কর। ২টি করে বাউন্ডারি এবং ছক্কার মার মারেন তিনি। ৫ বলে ৮ রানে অপরাজিত থাকেন মানিশ পান্ডে।
কলকাতার হয়ে ২ উইকেট নেন আন্দ্রে রাসেল। ১ উইকেট নেন পিযুশ চাওলা।