হায়দ্রাবাদের একাদশে সাকিব
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। জন্মদিনে একাদশে আছেন অরেঞ্জ আর্মিদের সাকিব আল হাসান। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা।
এমনিতেই একাদশে থাকার কথা ছিলো সাকিবের। গত মৌসুমে খেলেছেন সবগুলো ম্যাচ। ১৭ ম্যাচে করেন ২৩৯ রান এবং বল হাতে নেন ১৪ উইকেট। ইনজুরির কারণে একাদশে নেই কেন উইলিয়ামসন। ফলে হায়দ্রাবাদকে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক ভুবনেশ্বর কুমার। পুরো এক আসর পর একাদশে আছেন অস্ট্রেলিয়ান তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার।
কলকাতার বিপক্ষে এখনো পর্যন্ত ১৫ ম্যাচের মধ্যে ৬টিতে জিততে পেরেছে হায়দ্রাবাদ। বাকি ৯টিতে জয়ী হয় কলকাতা।
সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশ: ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মনিশ পান্ডে, বিজয় শঙ্কর, ইউসুফ পাঠান, রশিদ খান, ভুবনেশ্বর কুমার (অধিনায়ক), সিদ্ধার্থ কাউল ও সন্দ্বীপ শর্মা।
কলকাতা নাইট রাইডার্স একাদশ: ক্রিস লিন, সুনিল নারিন, রবিন উথাপ্পা, নিতিশ রানা, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক এবং অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, কুলদিপ যাদব, পিয়ুশ চাওলা, প্রাসিধ কৃষ্ণা ও হ্যারি গার্নি।