মৃত্যুর আগে পাইলটের মুখে ‘আল্লাহু আকবার’
২০১৮ সালে লায়ন এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ ম্যাক্স মডেলের বিমানটি ইন্দোনেশিয়ার জাভা সাগরে বিধ্বস্ত হয়। সম্প্রতি ব্লাকবক্সের তথ্য প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এতে দেখা যায়, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে ককপিটে উচ্চারিত হওয়া শেষ শব্দ ছিলো ‘আল্লাহু আকবর’। খবর- রয়টার্স।
ব্লাকবক্সে পাওয়া তথ্যে দেখা যায়, দুর্ঘটনার আগ মুহূর্তে বিমান নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছিল পাইলট। সে সময় ককপিটে বসেই বিমান চালনা সংক্রান্ত বই ঘাঁটছিলেন ভারতীয় ওই পাইলট।
বিমানটি জাকার্তা থেকে ওড়ার মাত্র ২ মিনিট পরই রেডিও কনট্রোলের দ্বায়িত্বে থাকা ফার্স্ট অফিসার বিমান নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে বলে এয়ার ট্রাফিক বিভাগকে রিপোর্ট করেন। তিনি বলেন, কিছু সমস্যা পাইলটের স্ক্রিনে দেখাচ্ছে কিন্তু ফার্স্ট অফিসারের স্ক্রিনে দেখাচ্ছে না। এরপরই পাইলট ফার্স্ট অফিসারকে তার নিজের রাখা বই পড়ে সমাধানের উপায় খুঁজতে বলেন।
এর পরবর্তী নয় মিনিট বিমানের ওয়ার্নিং সিস্টেম থেকে বিমানকে ওড়ানো অবস্থায় রাখা সম্ভব হচ্ছে না বলে সতর্কতা দিতে থাকে।
এক পর্যায়ে ইন্দোনেশিয়ান ফার্স্ট অফিসারকে বিমান নিয়ন্ত্রণ করতে বলে নিজেই বই পড়া শুরু করেন ৩১ বয়সী ভারতীয় পাইলট। সেখান থেকে বের করার চেষ্টা করেন সমাধান।
এর তিন মিনিট পর বিমানের সামনের অংশ বেঁকে যেতে শুরু করে। ফার্স্ট অফিসার বলে ওঠেন, ‘আল্লাহু আকবর’। কিন্তু পুরোটা সময় জুড়ে মৃত্যু আসন্ন জেনেও শান্ত ছিলেন পাইলট।
এরপরই রাডার থেকে বিচ্ছিন্ন হওয়ার পর ডুবে যায় লায়নের বোয়িং ৭৩৭ ম্যাক্স। জাকার্তা সাগরে সলিলসমাধি হয় ১৮৯ জন যাত্রী ও ক্রুর।
মার্কিন বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোয়িংয়ের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিমানের ত্রুটি বা পাইলটের ম্যাক্স বিমান চালানোর মতো পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব ইত্যাদি যে কোনটি মূল কারণ হতে পারে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক তদন্তের সঙ্গে জড়িত এক কর্মকর্তা বলেন, বিমানের প্রসিডিউর ঘেঁটে সমাধান বের করা যেত।