কলারোয়া উপজেলায় আনারস প্রতীকের আমিনুর বিজয়ী
কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম লাল্টু বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া কাজী আসাদুজ্জামান শাহাজাদা ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেত্রী শাহানাছ নাজনীন খুকু মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ ঘোষিত ফলাফল অনুযায়ী সর্বমোট ৭৫টি কেন্দ্রে কলারোয়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু আনারস প্রতীক নিয়ে ৭১ হাজার ৭৯১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা প্রতীকের ফিরোজ আহমেদ স্বপন পেয়েছেন ৩৭ হাজার ২১১ ভোট।
এছাড়া উড়োজাহাজ প্রতীক নিয়ে উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জমান সাহাজাদা ৫৮ হাজার ৭৮৭ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান এইচ এম আরাফাত হোসেন ৪৮ হাজার ৫৪৮ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীক নিয়ে সাবেক ছাত্রলীগ নেত্রী শাহানাছ নাজনীন খুকু ৫৮ হাজার ৪৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে আওয়ামী লীগ নেত্রী রাজিয়া সুলতানা দুলালী ৮ হাজার ৪৫৩ ভোট ও কলস প্রতীক নিয়ে আ.লীগ নেত্রী ও বর্তমান ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ারা ময়না ৪০ হাজার ১৬৫ ভোট পেয়েছেন।
কলারোয়া উপজেলায় মোট ভোটার ১ লাখ ৮৫ হাজার ৭৩০। এর মধ্যে ভোট দিয়েছেন এক লাখ ১১ হাজার ৭৬জন ভোটার। বাতিল হয়েছে দুই হাজার ৪৭টি ভোট। ভোট কাস্ট হয়েছে ৫৯ দশমিক ৮ ভাগ।