সাতক্ষীরায় নিষেধাজ্ঞা অমান্য করে চলছে মোটরসাইকেল
সাতক্ষীরায় নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলা নির্বাচনের আগের দিনও অবাধে চলাচল করছে মোটর সাইকেল। কিন্তু নির্বাচনের দু’দিন আগে থেকেই অনুমতিবিহীন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়।
২৪ মার্চ (রবিবার) অনুষ্ঠিতব্য পঞ্চম উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন (৩য় পর্যায়) উপলক্ষে নির্বাচন কমিশন সচিবালয় গত ১৪ মার্চ ‘১৭.০০.০০০০.০৭৯.৪১.০১৭.১৯-১৫৯’ নম্বর স্মারকে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। উক্ত স্মারকে ভোটগ্রহণের ২দিন আগে অর্থাৎ ২২ মার্চ থেকে ভোটগ্রহণের দিন অর্থাৎ ২৪ মার্চ মধ্যরাত পর্যন্ত সকল ধরনের মোটর সাইকেল এবং ২৩ মার্চ মধ্যরাত হতে ভোটগ্রহণের দিন অর্থাৎ ২৪ মার্চ পর্যন্ত রিটার্নিং অফিসারের অনুমতি ব্যাতীত সকল যন্ত্রচালিত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু শনিবার (২৩ মার্চ) সকাল থেকেই সাতক্ষীরা শহরের প্রায় সবকটি রাস্তায় অবাধে মোটর সাইকেল চলছে। যার বেশিরভাগ চালকেরই মোটর সাইকেল চালানোর জন্য প্রয়োজনীয় অনুমতি নেই।
শনিবার সকালে গ্রামীণ ব্যাংক কর্মকর্তা সাইফুল আলমের কাছে নিষেধাজ্ঞা অমান্য করে মোটর সাইকেল চালানোর কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আজ যে মোটর সাইকেল চালানো নিষেধ তা আমার জানা ছিলো না। জানলে গাড়ি বের করতাম না।’
নাম প্রকাশে অনিচ্ছুক আরো কয়েকজন মোটর সাইকেল চালক বলেন, আমরা জানতাম না মোটর সাইকেল চালানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সবাই চালাচ্ছে দেখে আমরাও চালাচ্ছি।
এ ব্যাপারে সাতক্ষীরার নির্বাহী ম্যাজিস্ট্রেট (সার্বিক) বদিউজ্জামান বলেন, অবৈধভাবে চলাচলকৃত গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ভ্রাম্যমান আদালতের তিনটি টিম অভিযানে নেমেছে। যারাই অনুমতি ব্যাতিত মোটর সাইকেল চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।