সাতক্ষীরায় দ্য পোল স্টার পৌর হাইস্কুলের উদ্যোগে এমপি রবিকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
সাতক্ষীরায় দ্য পোল স্টার পৌর হাইস্কুলের উদ্যোগে এমপি রবিকে সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে স্কুল প্রাঙ্গণে দ্য পোল স্টার পৌর হাইস্কুলের প্রধান শিক্ষক অনামী কৃষ্ণ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘দ্য পোল স্টার পৌর হাইস্কুলটির লেখা-পড়ার মান অনেক ভাল এবং শিক্ষার্থী ও অনেক বেশি। খুব দ্রুত স্কুলটির জন্য নতুন ভবনের ব্যবস্থা করবো। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। লেখা পড়ার পাশা পাশি শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার শিক্ষা দিতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ও পৌর কাউন্সিলর জ্যোস্না আরা, মহিলা কাউন্সিলর অনিমা রাণী মন্ডল, পৌরসভার সচিব মোঃ. সাইফুল ইসলাম বিশ্বাস, পৌর ০৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুল হক চ ল, সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন প্রমুখ। এসময় দ্য পোল স্টার পৌর হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন দ্য পোল স্টার পৌর হাইস্কুলের শিক্ষক রবিউল ইসলাম।