সাতক্ষীরায় দুই এসি ক্রেতাকে এক বছরের বিদ্যুৎ বিল প্রদান করলেন ওয়ালটন প্লাজা
সাতক্ষীরা খুলনা রোড মোড় ওয়ালটন প্লাজা থেকে এসি কিনে এক বছরের জন্য বিদ্যুত বিল ফ্রি পাওয়া দুইজন গ্রাহককে প্রাইজমানি প্রদান ও ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে। শনিবার সকালে (২৩ মার্চ) ওয়ালটন প্লাজা খুলনা রোড মোড়ে তাদেরকে এই প্রাইজমানি প্রদান ও ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ সময় গ্রাহকরা এক বছরের জন্য বিদ্যুৎ বিল ফ্রি পেয়ে ব্যাপক আনন্দিত হয়েছে।
ওয়ালটন প্লাজা সূত্রে জানাজায়, সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার বাসিন্দা মাতিনুল হক সিদ্দিকের ছেলে মো.মাইনুল হক সিদ্দিক গত রবিবার ১৭ মার্চ-১৯ তারিখে খুলনা রোড মোড় ওয়ালটন প্লাজা থেকে একটি WSI-24k (smart) Gross 2.00 Ton এসি কিস্তিতে ক্রয় করে ডিজিটাল ক্যাম্পেইনের সিজেন-৪ এর মাধ্যমে এক বছরের বিদ্যুৎ বিল বাবদ ২১ হাজার ৬ শত টাকা বিজয়ী হন তিনি।
অপরদিকে, সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা গ্রামের জামাত আলীর ছেলে মো. শফিকুল ইসলাম খুলনা রোড মোড় ওয়ালটন প্লাজা থেকে একটি Walton-AC-WSN-18K- 1.5 Ton নগদে ক্রয় করে ডিজিটাল ক্যাম্পেইনের সিজেন-৪ এর মাধ্যমে এক বছরের বিদ্যুৎ বিল বাবদ ১৮ হাজার টাকা বিজয়ী হয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন-সাবেক কাউন্সিলর মো.ইলিয়াস হোসেন, খুলনা রোড মোড় ওয়ালটন প্লাজার ম্যানেজার মো.শফিকুল ইসলাম, ওয়ালটন প্লাজা সাতক্ষীরা শাখার ম্যানেজার মো. সুমন মিয়া, ওয়ালটন সার্ভিস পয়েন্টের ম্যানেজার মো.নাহিদ মনোয়ার, সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক,এসএটিভি ও রাইজিংবিডির জেলা প্রতিনিধি শাহীন গোলদার,সাংবাদিক মো.শফিকুল ইসলাম,বাংলাটিভির প্রতিনিধি ফয়জুল হক বাবু ও স্থানীয় ডিলার আশরাফুজ্জামান মুকুল প্রমুখ।