নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচনী ব্রিফিং
নির্বাচন আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনকে অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ শনিবার সকাল ১০টায় কলারোয়া বলফিল্ড মাঠে নির্বাচনী ব্রিফিং করেন সাতক্ষীরা জেলা পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) মেরিনা আক্তার এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা মনিরুজ্জামান।
যে কোন মূল্যে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে জেলা পুলিশসহ সকল আইন শৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করে যাচ্ছে । আগামীকাল উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় তা নিশ্চিত করতে নির্বাচনী কর্মকর্তাদের সাহস এবং সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।এ সময় পুলিশ ও আনসার সদস্যদের উদ্দেশ্য মেরিনা আক্তার বলেন এমন কোন নির্বাচন চায়না যার জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে।