দেবহাটা সরকারি পাইলট স্কুলে নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
দেবহাটা সরকারি পাইলাট হাইস্কুলে ৯ম শ্রেণির নিবন্ধনে অতিরিক্ত ফিস আদায়ের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে শিক্ষার্থীরা শনিবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেছে। লিখিত অভিযোগে জানা যায়, সরকারি নিয়ম অনুযায়ী নিবন্ধন ফিস ১৮০ টাকা নির্ধারণ করা হলেও বিদ্যালয় কর্তৃপক্ষ ৩২০ টাকা আদায় করছে। একই সাথে ছবি তোলার জন্য আরো ৩০ টাকা দিতে হচ্ছে। যা অনেক শিক্ষার্থীর পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়ায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
নাম প্রকাশের অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান, আমাদের নিবন্ধনের জন্য অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে, যা আমাদের পরিবারের জন্য খুবই কষ্টদায়ক। তাই আমরা বিষয়টি সমাধানের জন্য নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মদন মোহন পাল জানান, বোর্ড ফি ১৮০ টাকা। কিন্তু, বিভিন্ন স্কুল নিচ্ছে ২০০ টাকা। আমরা বিবিধ ফি হিসেবে একশ টাকা, বোর্ড ফি, ইন্টারনেট খরচসহ মোট ৩০০ টাকা নিচ্ছি।
উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন বলেন, এ বিষয়ে আমার কাছে অভিযোগ এসেছে। আমি একজন অফিসারকে তদন্তভার দিয়েছি। তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।