কালিগঞ্জে উপজেলা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উপহার দিতে চাই
কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠে শনিবার (২৩ মার্চ) বেলা ১১ টায় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ, আনসার, ভিডিপি ও গ্রাম পুলিশের দিক-নির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জামিরুল ইসলাম (জামি), কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন. কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মাদ রাজিব হোসেন। এসময় উপজেলার ১২ টি ইউনিয়নের ৬৮ কেন্দ্রে আইন শৃঙ্খলার দায়িত্বপ্রাপ্তদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন বলেন- কালিগঞ্জে উপজেলা নির্বাচন হবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ। বিগত মাসে উপজেলার কৃষ্ণনগর ইউপির উপ নির্বাচনে অবাধ ও সুষ্ঠু হয়েছে, তারপরেও কিছু ত্রুটি হলেও উপজেলা নির্বাচন হবে ত্রুটিমুক্ত ও অবাধ নিরপেক্ষ। নির্বাচন কমিশন থেকে কালিগঞ্জ উপজেলায় অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী পাঠিয়েছেন। আমি চাইব আপনারা নিজ নিজ অবস্থান থেকে যথাযথ দায়িত্ব পালন করবেন।