দেবহাটায় আনারস প্রতীকের কর্মী সমার্থক গ্রেপ্তারের প্রতিবাদে থানা ঘেরাও
দেবহাটায় আনারসের সমর্থক আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার করার প্রতিবাদে থানা ঘেরাও কর্মসূচি চলছে। শুক্রবার দিবাগত রাত্রে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সাত জন নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে থানার প্রধান সড়কে অবস্থান ধর্মঘট করছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
উপস্থিত আছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট স ম গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখীপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ সহ বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কর্মী সমার্থকরা।
আটককৃতরা হলেন, পারুলিয়ার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সখিপুরের ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম, মনিরুল ইসলাম, আবুল কাশেম, রাজু আহম্মদ, রায়হান আহম্মেদসহ ৭ জন