শ্যামনগর কাশিমাড়ীর বিশিষ্ট সমাজসেবক আয়ুব আলী মোড়লের দাফন সম্পন্ন
শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের পূর্ব গোবিন্দপুর গ্রামের মৃত জিয়াদ আলী মোড়লের মেজ ছেলে বিশিষ্ট সমাজসেবক ও পূর্ব গোবিন্দপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মরহুম আয়ুব আলী মোড়লের (৪৫) জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। প্রয়াত আয়ুব আলী মোড়ল গত বৃহস্পতিবার দুপুরের দিকে গোপালগঞ্জে ইটভাটায় স্ট্রোক জনিত কারণে মৃত্যুবরণ করেন। সে ইটভাটার সর্দার ছিলেন।
শুক্রবার জুম্মা নামাজের পর স্থানীয় প্রাইমারি স্কুল মাঠে জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। জানাযা নামাজে ইমামতি করেন হাফেজ সাইফুল্লাহ। তার জানাযা নামাজে এলাকার কয়েক শতাধিক মুসল্লীবৃন্দ অংশ গ্রহণ করেন।
মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ২ মেয়ে, নাতি নাতনি, গুনগ্রাহী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
এদিকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সকাল সাড়ে ১১টার দিকে মরহুমের নিজবাড়ি পরিদর্শন করেন আসন্ন শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী আনিছুজ্জামান আনিচ, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মুকুল, শ্যামনগর উপজেলা যুবলীগের সভাপতি গোলাম মোস্তফা বাংলা, অধ্যক্ষ গাজী সফিকুল ইসলাম, ডা: মোস্তফা মাহমুদ, কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী লিয়াকত হোসেন, সাবেক যুবলীগ নেতা স.ম আব্দুস সাত্তার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ নূরুজ্জামান টুটুল, কাশিমাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি স,ম রেজাউল ইসলাম, শংকরকাটি দৃষ্টিনন্দন দারিদ্র্য কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুর রশিদ ঢালী প্রমুখ।