শোভনালীতে চেয়ারম্যান প্রার্থী মোস্তাকিমের মতবিনিময় ও পথসভা
আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে মাননীয় প্রধান মন্ত্রি শেখ হাসিনা মনোনীত নৌকার কাণ্ডারি এ বি এম মোস্তাকিম শোভনালী ইউনিয়নের বদরতলা বাজারে মতবিনিময় করেন।
আজ শুক্রবার সকাল ৮টায় শোভনালীর বদরতলা বাজারের মৎস্য ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় এবং নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করেন। এ সময় ওনার সাথে উপস্হিত ছিলেন শোভনালী ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি মোনায়েম হোসেন,আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি রাজ্যেশ্বর দাশ,আশাশুনি ৩ আসনের সাংসদ প্রতিনিধি শম্ভুজীৎ মন্ডল,শোভনালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাশ,সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য উদয় কান্তী বাছাড়,শোভনালী ইউপি সদস্য দিলীপ কুমার মন্ডল,আঃআজিজ, আলমঙ্গীর হোসেন, মোঃআঃগফফার সরদার,আঃহান্নান,ফারুক হোসেন, প্রাক্তম মেম্বর মোঃওহাব আলী সরদার,হাবিুল্লাহ সরদার,পূর্নিমা রানী,বিশিষ্ট সমাজ সেবক শরিফুজ্জামান মিলন গাজী,আওয়ামীলীগ নেতা সালাউদ্দীন বকুল,শুনিল মাষ্টার, সাজ্জাত হোসেন,রাজ্যেশ্বর বাছাড় ও মৃনাল কান্তী বড়ুয়া।