আবারো মিথিলাকে বিয়ের প্রস্তাব তাহসানের
ছোট পর্দার আলোচিত দম্পত্তি তাহসান খান এবং মিথিলা। গেল বছরের অক্টোবর মাসে বিচ্ছেদ হয় এ তারকা দম্পত্তির। প্রায় দুই বছর ধরে নিজেদের মধ্যকার সমস্যা মিটানোর চেষ্টা করে ব্যার্থ হন। আর এর পরেই দুইজনে বেছে নিলো দু’টি পথ।
কিন্তু বিচ্ছেদের এতদিন পরে আবারো মিথিলাকে বিয়ের প্রস্তাব দিলেন তাহসান খান। সেটি নিজেই শেয়ার করেছেন মিথিলা। তবে এমন ঘটনা বাস্তবে নয় বরং ওয়েব দুনিয়ায়।
সম্প্রতি ‘বিয়ের প্রপোজাল’ নামে একটি অ্যাপের মাধ্যমেই মিথিলাকে এমন প্রস্তাব দিয়েছে তাহসান। তবে এটি মিথিলার ভেরিফাইড অ্যাকাউন্ট নয়, বরং অভিনেত্রীর নামে খোলা একটি ফেক আইডি থেকে। ওই অ্যাপে ক্লিক করলেই কোন সেলিব্রেটি আপনাকে বিয়ে করতে চান তার একটা জীবনবৃত্তান্ত চলে আছে।
এদিকে, অ্যাপের রেজাল্টটি নিজের ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে মিথিলা লেখেন, আবারও! আর উনার বয়স ৩১ কেন, ২১ হবে না?
তবে মিথিলাই নয় এই অ্যাপ অন্য সেলিব্রেটিরাও ব্যবহার করেছেন। জাকিয়া বারী মম ও মৌসুমী হামিদ বিয়ের প্রস্তাব পেয়েছেন ঢালিউড অভিনেতা আরিফিন শুভর কাছ থেকে। ফলাফল শেয়ার করে মৌসুমী হামিদ ফেসবুকে লিখেছেন, সকাল সকাল একী হয়ে গেল।