সাতক্ষীরায় আখড়াখোলা মুকুন্দপুর দাখিল মাদ্রাসার পক্ষ থেকে এমপি রবিকে সংবর্ধনা
সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের আখড়াখোলা মুকুন্দপুর দাখিল মাদ্রাসার উদ্যোগে পরিচালনা কমিটির সভাপতি সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মো. শাহিদুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘মন্ত্রী হওয়া না হওয়া এটা কোন বিষয় না তবে আপনারা হাসি মুখে ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করতে এমপি নির্বাচিত করেছেন এতেই আমি খুশি। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে যখনি উন্নয়নের মহাসড়কে ঠিক সেই মুহূর্তে কিছু কিছু স্বাধীনতা বিরোধী চক্র চেষ্টা করে উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে। আপনারা সচেতন মানুষ। ঐ সকল মানুষদের থেকে সজাগ থাকবেন। ভাল করে শুনবেন বিবেচনা করবেন তারপর একটা সিদ্ধান্তে পৌছবেন। গুজবে কান দিবেননা। দীর্ঘদিন ১৯ বছর ধরে মাদ্রাসাটি ‘এ প্লাসসহ সকল পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হওয়ার পরও মাদ্রাসাটি এমপিও ভুক্ত না হওয়ায় শিক্ষকবৃন্দ মানবেতর জীবন যাপন করছে এবং অবকাঠামোগত উন্নয়ন নেই। খুব দ্রুত মাদ্রাসাটি এমপিও ভুক্ত করে শিক্ষকদের দাবী পূরণ করা হবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, ১১নং ঝাউডাঙ্গ ইউনিয়নের চেয়ারম্যান আজমল উদ্দিন, ১২নং বল্লী ইউনিয়নের চেয়ারম্যান মো. বজলুর রহমান, আখড়াখোলা মুকুন্দপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ, স্বাধীনতা শিক্ষক পরিষদ সাতক্ষীরা শাখার সভাপতি এম সুশান্ত, জামিয়াতূল মোদার্রেছীন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো. আলতাফ হোসাইন, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী, জামিয়াতূল মোদার্রেছীন সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আব্দুর রউফ, জামিয়াতূল মোদার্রেছীন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জালাল উদ্দিন প্রমুখ। এসময় আখড়াখোলা মুকুন্দপুর দাখিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দেশের শান্তি ও অগ্রগতি এবং মাদ্রাসার উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আলী হুসাইন। সমগ্র অনুষ্ঠান অনুষ্ঠান পরিচালনা করেন আখড়াখোলা মুকুন্দপুর দাখিল মাদ্রাসার বিএসসি শিক্ষক সুলাইমান আহমেদ।