তালায় বর্ণ বৈষম্য বিলোপ দিবস উদযাপন
তালায় বর্ণবাদ নিপাত যাক, মানবতা মুক্তি পাক স্লোগানকে সামনে রেখে যথা যোগ্যা মর্যাদায় আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস ১৯উদযাপন করা হয়েছে ।
বৃহস্পতিবার তালা উপজেলা প্রতিবন্ধী স্কুলের হলরুমে অবেহেলিত দলিত ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মানবাধিকার প্রতিষ্ঠা ও রক্ষার দাবিতে তালা উপজেলা প্রতিবন্ধী স্কুলের আয়োজনে ডিজিষ্টার ম্যানেজমেন্ট ফাউন্ডেশন,ওরিয়ান ফর সোসাইটি,প্রচেষ্টা কৃষি উন্নয়ন সংস্থা,জাগ্রত ফাউন্ডেশন,বঙ্গ কল্যাণ সংস্থার সার্বিক সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনায় সভায় তালা উপজেলা প্রতিবন্ধী স্কুলের উপদেষ্টা দেবাশীষ দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ: রফিকুল ইসলাম।
ডিএমএফের নির্বাহী পরিচালক আশীষ কুমার সরকারের সঞ্চালনায় আলোকিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফাদার আন্তেনীয় জের্মানো দাশ(ইতালী),বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চুকনগর ক্যাথলিক মিশনের মার্টিন সরকার,কৃষি উন্নয়ন স্স্থংার নিভাষ কুমার পাল,জাগ্রত ফাউন্ডেশনের উত্তম দাশ,বঙ্গ কল্যাণ ফাউন্ডেশনের রিপন মন্ডল,শিক্ষক শহিদুল ইসলাম,ওএফএর দিপন সরকার সহ স্কুলের প্রধান শিক্ষিকা,সহকারী শিক্ষকদ্বয়,অভিভাবকবৃন্দ ।