আজ ঢাকা মাতাবেন সোমলতা
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি করপোরেট প্রতিষ্ঠানের অনুষ্ঠানে আজ সন্ধ্যায় ঢাকা মাতাবেন ওপার বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী সোমলতা আচার্য এবং তার ব্যান্ড ‘সোমলতা এন্ড এসেস’।
এছাড়া, শো শুরুর আগে আয়োজক প্রতিষ্ঠান সোমলতাকে নিয়ে দুপুরে গণমাধ্যমের মুখোমুখি হবেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কো-অর্ডিনেটর ফুয়াদ।
এদিকে, শো শেষ করে শুক্রবার সকাল ১০টার ফ্লাইটে তিনি আবার কলকাতায় ফিরে যাবেন বলে জানান গেছে।
বর্তমানে কলকাতার জনপ্রিয় শিল্পী হলেও সোমলতা মূলত বাংলাদেশেরই মেয়ে। সলো গান ও অ্যালবাম প্রকাশের পাশাপাশি তিনি চলচ্চিত্রের গানেও নিয়মিত। তার গাওয়া রবীন্দ্রসংগীত ‘জাগরণে যায় বিভাবরী’ (রঞ্জনা আমি আর আসব না) এবং ‘মায়াবন বিহারিণী’ (বেডরুম) গানগুলো খুবই জনপ্রিয়তা পায়।
সোমলতা গায়িকা হলেও একজন মনোবিদ হিসেবেও রয়েছে তার ব্যাপক পরিচিতি। ২০০৭ সালে ‘পারফেক্ট ওমেন’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথম প্লেব্যাক শুরুর পর ক্রস কানেকশন (২০০৯), ইউ টার্ন (২০১০), রঞ্জনা আমি আর আসব না (২০১১), সেভেন ডেজ (২০১১), বেডরুম (২০১২) এবং ইলার চার অধ্যায় (২০১২) ছবিতে প্লেব্যাক করেন নন্দিত এই গায়িকা।
সাম্প্রতিক সময়ে দেশের সুপার হিট ছবি ‘ঢাকা অ্যাটাক’-এ ‘টুপ টাপ’ গানে কণ্ঠ দিয়েছেন সোমলতা। আর সেই গানে তারসঙ্গে কণ্ঠ মিলাতে দেখা যায় ওপার বাংলার আরেক তারকা শিল্পী অরিজিৎ সিংকে। গানটি প্রকাশের পর চারদিকে বেশ প্রশংসিত হয়।