সাতক্ষীরায় দৈনিক ভোরের ডাকের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ব্যাপক আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল বেলা ১১.৩০ মিনিটে সাতক্ষীরা প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের ডাকের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সাঈদ সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক ও জেলা সংবাদ পত্র পরিষদের আহবায়ক জি,এম নূর ইসলাম, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতিদ্বয় সুভাষ চৌধুরী, অ্যাড. আবুল কালাম আজাদ, সাবেক সম্পাদকদ্বয় আব্দুল বারী, একামরুজ্জামান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, চ্যানেল আর টিভির জেলা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, দৈনিক পত্র দূতের সম্পাদক লাইলা পারভীন সেজুতি, সিনিয়র সাংবাদিক কাজী শওকত হোসেন ময়না, দৈনিক জনতার কালিদাশ রায়, প্রেসক্লাবের নির্বাহী সদস্যদ্বয় সেলিম রেজা মুকুল, ইব্রাহীম খলিল, চ্যানেল ডিবিসির জেলা প্রতিনিধি জিল্লুর রহমান, গণফোরামের জেলা আহবায়ক আলিনুর খান বাবলু, এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা দৈনিক ভোরের ডাকের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন দৈনিক ভোরের ডাক গণ মানুষের পত্রিকা মুক্তিযুদ্ধের চেতনায় এবং অসাম্প্রদায়িক নীতিতে বিশ্বাসী বলে ভোরের ডাক পাঠকের আস্থা অর্জন করেছে। অন্যায়ের বিরুদ্ধে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে বলে ভোরের ডাক আজও পাঠকের হৃদয়ে বেঁচে আছে। আলোচনা শেষে অতিথি বৃন্দরা ভোরের ডাকের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ভোরের ডাকের জেলা প্রতিনিধি মোহাম্মাদ আলী সুজন।