কালিগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ উপলক্ষে প্রতিযোগিতা অনুষ্ঠিত
কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ উপলক্ষে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ বুধবার সকাল সাড়ে ৯টায় কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জাতীয় শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা একাডেমীক সুপারভাইজার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সহকারী প্রোগ্রামার ইউআইটিআরসি ব্যানবাইজ কর্মকর্তা নাসিম শাহাদাৎ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একএম জাফরুল আলম বাবু, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও নলতা হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি ঘোনা মাদ্রাসার সুপার নজরুল ইসলাম, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বাছাড়, বড়শিমলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সহকারী আহমেদ সাব্বির প্রমুখ। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে হামদ, নাত, কেরাত, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃতি একক অভিনয়, নৃত্য, সঙ্গীত রবিন্দ্র, নজরুল, দেশত্ববোধক, জারিসহ বিভিন্ন ইভেন্টে ৪টি গ্রুপে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।