আশাশুনির চার চেয়ারম্যানের নামে মিথ্যা সংবাদ সম্মেলন করার প্রতিবাদে মানববন্ধন
আশাশুনির প্রতাপনগর আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন সহ চার চেয়ারম্যানের নামে মিথ্যা অভিযোগে তুলে সংবাদ সম্মেলন করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে প্রতাপনগর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
ঘণ্টা ব্যাপী এ মানববন্ধনে অবসরপ্রাপ্ত শিক্ষক লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রতাপনগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিয়াছাত আলী মামুন,বীরমুক্তিযোদ্ধা আমজাদ হোসেন,যুবলীগ নেতা আব্দুল বারি, ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান মিলন, যুব মহিলা লীগের সভাপতি লিপিকা পারভীন, ইউপি সদস্য কোহিনুর ইসলাম বাবু, সিরাজুল ইসলাম, আসছার আলী, মুজিবর রহমান, লিটন সানা প্রমূখ।
বক্তারা বলেন, প্রতাপনগর ইউনিয়ন একটি নদী ভাঙ্গন ইউনিয়ন। বিভিন্ন স্থান থেকে একের পর এক নদী ভাঙ্গন হয়, বছরে একাধিক বার। কিন্তু আশাশুনি উপজেলার সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের বিদ্র্রোহী প্রার্থী শহিদুল ইসলাম পিন্টু কোন দিন এক পলক দেখার জন্য আসেনি। এমনকি কোন দিন খোজ খবর নেইনি। তিনি হঠাৎ বসন্তের কোকিলের মত প্রার্থী হয়ে ভোট দাবি করছেন। তাই প্রতাপনগরের জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। তারা আরো বলেন, তিনি নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে একের পর এক মিথ্যা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। প্রতাপনগরেরর জনগণ তার আনারস প্রতীক প্রত্যাখ্যান করে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী এবিএম মোস্তাকিমের নৌকা প্রতীকে ভোট প্রদানের একাত্মতা ঘোষণা করেন। এক কি সাথে তার মিথ্যা সংবাদ সম্মেললেন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।
উল্লেখ্য গত ১৯ শে মার্চ সকালে সাতক্ষীরা প্রেসক্লাবে আশাশুনির প্রতাপনগর, আনুলিয়া, খাজরা ও শ্রীউলা ইউনিয়নের চারজন ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের দাবি জানান আওয়ামী লীগের বিদ্র্রোহী প্রার্থী অ্যাডভোকেট শহিদুল ইসলাম পিন্টু।