অগ্রণী ব্যাংক লিমিটেড, দেবহাটা সখিপুর শাখা’র প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ
অগ্রণী ব্যাংক লিমিটেড দেবহাটা সখিপুর শাখা এর উদ্যোগে গতকাল বুধবার প্রকাশে কৃষিঋণ বিতরণ করা হয়েছে। স্থানীয় সখিপুর ইউনিয়ন কাউন্সিল অডিটোরিয়ামে এ ঋণ বিতরণ করা হয়। এ দিন ১৪ জন কৃষকের মাঝে ৪ লক্ষ ৩৫ হাজার টাকা ঋণ বিতরণ হয়।
অগ্রণী ব্যাংক লিমিটেড, দেবহাটা সখিপুর শাখার ব্যবস্থাপকের সভাপতিত্বতে অনুষ্ঠিত উক্ত ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ব্যাংকটির সাতক্ষীরা অ লের অ ল প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক মো. সিরাজুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলে সখিপুর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন রতন। পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাতক্ষীরা এর সভাপতি আবু রাহান তিতু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি সিরাজুল হক বলেন, বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষি ক্ষেত্রে উন্নয়নের যে ম্যান্ডেট অগ্রণী ব্যাংক তাতে সব সময় অগ্রণী ভূমিকা পালন করতে চাই। এ কারণে অগ্রণী ব্যাংক নিয়মিত সহজ শর্তে কৃষকদের ঋণ প্রদান করে থাকে। তিনি উপস্থিত কৃষকদের নিয়মিত ঋণ পরিশোধ করে আবারো প্রয়োজনের সময় ঋণ গ্রহণের আহ্বান জানান।
বিশেষ অতিথি ফারুক হোসেন রতন বলেন, বর্তমান সরকার সব সময় কৃষদের উন্নতির চেষ্টা করে যাচ্ছেন। বর্তমানে কৃষকরা কৃষিকাজ করতে প্রয়োজনীয় সবকিছু অতীতের যে কোন সময়ের চেয়ে অত্যন্ত সহজে পাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এক সময় ব্যাংকে মানুষ ঋণ পেতে ধরনা দিত এখন ব্যাংকই মানুষের কাছে ঋণ গ্রহণের আহ্বান নিয়ে যাচ্ছে। তিনি কৃষকদের নিয়মিত ঋণ পরিশোধের তাগিদ দেন।
সভাপতি শাখার ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, অগ্রণী ব্যাংক লিমিটেড দেবহাটা সখিপুর শাখাটি একটি কৃষি ঋণ ভিত্তিক শাখা। এ শাখা থেকে দেবহাটা থানাধিন বিভিন্ন এলাকায় কৃষি ঋণ বিতরণ করা হয়। তিনি কৃষকদের ঋণের টাকা সঠিকভাবে কাজে লাগানের আহ্বান জানান।
সভায় কৃষকদের পক্ষ থেকে শাখা কর্মকর্তা কর্মচারীদের ব্যবহার ও সহজ শর্তে ঋণ পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।