২০১৯ বিশ্বকাপে ভারত-পাকিস্তানের চাহিদাই বেশি
আগামী পরশু বৃহস্পতিবার থেকে শুরু হবে ২০১৯ বিশ্বকাপের ক্রিকেটের টিকিটের আনুষ্ঠানিক বিক্রি। ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা অনেক বেশি। আইসিসি জানিয়েছে সব মিলিয়ে টিকিটের আবেদন জমা পড়েছে ৩০ লাখ। এর মধ্যে ভারত-পাকিস্তানের টিকিটের জন্য সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে।
আগামী ৩০ মে পর্দা উঠবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। cwc19 ওয়েবসাইট থেকে সরাসরি টিকিট কিনতে পারবেন ক্রিকেট প্রেমিরা।
কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, আসন সংখ্যার বিপরীতে টিকিটের চাহিদা অনেক। ইতিমধ্যে আবেদন জমা পড়েছে ৩০ লাখ।
লন্ডনে প্রমোশনাল ইভেন্টে আইসিসি বিশ্বকাপ টুর্নামেন্ট পরিচালক স্টিভ এলওর্থি জানান, পাক-ভারত ম্যাচের টিকেটের চাহিদা ব্যাপক। অপর দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, এমনকি ফাইনালের চেয়েও বেশি।