সাতক্ষীরা-ভোমরা সড়কের বাদামতলায় সড়ক দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপার
আলিপুর ইউনিয়নের মাহমুদপুর বাদামতলা বাজারের সড়কে দুর্ঘটনা এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন এখানে ছোট বড় দুর্ঘটনা ঘটেই চলেছে। এর কারণে এলাকাবাসী সড়কের পাশের জেলা পরিষদের সরকারি জমি দখল করে ভবন নির্মাণকারী রওশনারা সুপার মার্কেটের মালিক জামায়াতকর্মী কওছার আলী ঢালীকেই দায়ী করছেন। গতকাল সন্ধ্যায়ও ওই মার্কেটের সামনে দ্রুতগামী মটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন খানপুর এলাকার আব্দুল গফুরের কন্যা আশুরা খাতুন(১৯)।
স্থানীয়রা জানান, ওইদিন সন্ধ্যায় আশুরা তার বোনের বাড়ি যাচ্ছিল। কিন্তু রওশানারা মার্কেটের সামনে রক্ষিত ইটের সারির কারণে একটি দ্রুতগামী মটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়ে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তার অবস্থা আশংকা জনক।
এদিকে, এই গুরুত্বপূর্ণ সড়কের পাশে সরকারি জমিতে পাকা স্থাপনা নির্মাণ এবং একেবারে সড়কের উপর ইট সারি বদ্ধভাবে রাখায় বিপাকে পড়ছেন পথচারীরা। বিশেষ করে ভোমরাস্থল বন্দর থেকে প্রতিদিন শত শত পণ্যবাহী ট্রাক দেশের বিভিন্ন প্রান্তরে যায়। আর ভোমরা থেকে বের হওয়ার একমাত্র রাস্তা এটি। বিশেষ করে অত্র এলাকায় পাশাপাশি একটি কলেজ, দুটি হাইস্কুল ও একটি মাদ্রাসা রয়েছে। একারণে কমলমতি শিক্ষার্থীদের স্কুলে পাঠিয়েও অভিভাবকরা থাকেন উদ্বিগ্নতার মধ্যে। এই গুরুত্বপূর্ণ সড়কের ধারে এধরনের স্থাপনা উচ্ছেদ করে সড়কে চলাচলকারী সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।