শার্শায় ট্রাকের চাপায় যুবকের মৃত্যু
শার্শার সাতক্ষীরা-নাভারণ মহাসড়কের বাগুটিয়া নামক স্থানে ট্রাকের চাপায় লিটন (৩২) নামে এক কৃষক নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ২ টার সময় এ ঘটনা ঘটে।
লিটন শার্শার বাগুড়ী বেলতলা গ্রামের আনছার আলীর ছেলে।
স্থানীয়রা জানান, লিটন বেলতলা বাজার রাস্তা পার হওয়ার সময় সাতক্ষীরা থেকে যশোর মুখি একটি ট্রাক ( ঢাকা মেট্রো-ট-১৫-১৭৪৯) তাকে চাপা দেয়। ট্রাকের চাপায় সে ঘটনাস্থলে মারা যায়।
নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকের চালক পলাতক রয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তর জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে।
Please follow and like us: