বাসচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু, যান চলাচল বন্ধ
রাজধানীর নর্দায় সুপ্রভাত বাসের চাপায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টা নাগাদ এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর শিক্ষার্থী। তার নাম আবরার আহমেদ চৌধুরী বলে জানা গেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। বসুন্ধরা গেট এলাকা থেকে রামপুরা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বসুন্ধরা গেট এলেকায় সুপ্রভাত পরিবহনের বাস শিক্ষার্থীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পরপরই বাসের চালককে আটক করা হয়েছে। বাসটিও জব্দ করেছে পুলিশ। নিহতের লাশ কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
Please follow and like us: