তিন ক্যামেরার আইফোন বাজারে আসছে
স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো একাধিক ক্যামেরার ওপর বেশ ভালোই নজর দিয়েছে। এবার সে পথে হাঁটছে ‘ভিন্ন পথে হাঁটা’ অ্যাপল। আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানিটির পরবর্তী আইফোনে তিনটি রিয়ার ক্যামেরা থাকবে বলে জানা গেছে।
জাপানিজ অ্যাপল ভক্ত ম্যাক ওতাকারা নিজের ব্লগে জানিয়েছেন, নতুন এই মডেলের নাম ‘আইফোন ১১’। এর অ্যাপল নিয়ে আগেও তার দেয়া প্রতিটি তথ্য সত্যি প্রমাণিত হয়েছে।
আইফোনের প্রতিটি নতুন মডেলেই যে ৩টি রিয়ার ক্যামেরা থাকবে তা নয়। শুধু ৫ দশমিক ৮ ইঞ্চি ও ৬ দশমিক ৫ ইঞ্চির আইফোন মডেলগুলোতে স্টোরেজের উপর ভিত্তি করে ৩টি রিয়ার ক্যামেরা থাকতে পারে। যেমন ৫ দশমিক ৮ ইঞ্চি ফোনটির ৫১২ জিবি র্যাম ও ১ টেরাবাইট স্টোরেজ সংস্করণে ৩টি রিয়ার ক্যামেরা থাকলেও ৬৪ জিবি সংস্করণটিতে থাকতে পারে ডুয়েল ক্যামেরা সেটআপ। তবে ক্যামেরাগুলোর রেজুলেশন কতো হবে তা জানা যায়নি।
এদিকে এনডিটিভির খবরে বলা হয়েছে, আগামী ২৫ মার্চ এক ইভেন্টে অ্যাপল বেশ কিছু পণ্যের ঘোষণা দেবে।