আশাশুনির ওসি ৯ম বারের মত সেরা অফিসার নির্বাচিত
আশাশুনি থানা পুলিশ টিমের সাফল্য গাথা অব্যাহত রয়েছে। পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথ টানা ৯ম বারের মত সাতক্ষীরা জেলার পূর্ব জোনের সেরা অফিসার ইনচার্জ ও শ্রেষ্ঠ তদন্ত সহায়তাকারী নির্বাচিত হয়েছেন।
ফেব্রুয়ারী/২০১৯ এ টানা ৯ম বারের মত সাতক্ষীরা জেলার পূর্ব জোনের সেরা অফিসার ইনচার্জ ও শ্রেষ্ঠ তদন্ত সহায়তাকারী কর্মকর্তা নির্বাচিত হওয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ওসি বিপ্লব কুমার নাথের হাতে ক্রেস্ট ও সম্মাননা পত্র তুলে দেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান বিপিএম মহোদয়। অপরদিকে শ্রেষ্ঠ চৌকস পুলিশ কর্মকর্তা এসআই (নিঃ) ক্যটাগরীতে এসআই (নিঃ) মোঃ হাসানুজ্জামান ২য় স্থান অর্জন করায় এবং এএসআই (নিঃ) ক্যটাগরীতে ১ম স্থান অর্জন করায় এএসআই (নিঃ) মোঃ কবির হোসেনের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেওয়া হয়। আশাশুনি থানা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান বিপিএম মহোদয়কে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান হয়েছে।