ব্রহ্মরাজপুর ডিবি গার্লস স্কুলে বঙ্গবন্ধুর জন্মদিন পালন
কবিতায় ছন্দ গানে সুর আর ভাষণে মহান মুক্তিযুদ্ধের চেতনা-দীপ্ত বারতা ছড়িয়ে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
আজ রোববার সকাল ৯টায় স্কুলের হলরুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ. এমাদুল ইসলাম দুলু। বঙ্গবন্ধুকে নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেন দশম শ্রেণির সুমাইয়া খাতুন।
সঙ্গীত পরিবেশন করেন সুমাইয়া, ফারিহা, তনুশ্রী, রহিমা ও মিম। বক্তব্য রাখেন শিক্ষার্থীদের মধ্যে মাহিরা, জান্নাতুল মিম, ফারিহা ও কণিকা। বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ স্বকন্ঠে পরিবেশন করেন নবম শ্রেণির মাকশকুরা পারভীন। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন ষষ্ঠ শ্রেণির ফারিহা আফরিন, সপ্তম শ্রেণির মাহিরা আফরিন ও অষ্টম শ্রেণির তমালিকা সরদার। সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের পরিচালনায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মণ্ডল, সহকারী শিক্ষক হাফিজুল ইসলাম, অরুন কুমার মণ্ডল, দেবব্রত ঘোষ, অভিভাবক সদস্য নজরউদ্দিন সরদার।