নবজীবনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন
নবজীবন-এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালী, কেক কাটা, ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে নবজীবন ইন্সটিটিউট ও পলিটেকনিক ইন্সটিটিউট এর ছাত্র-ছাত্রীরা জেলা প্রশাসন আয়োজিত আনন্দ র্যালীতে অংশ নেয়।পরে আজ রোববার সকাল সকাল ১১টায় নবজীবন প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে কেক কেটে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি সাতক্ষীরা সদর -২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবজীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান। নবজীবনের সভাপতি সামছুল আলম খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নবজীবনের সহ-সভাপতি ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জোৎস্না আরা,সুর্য্যরে আলো সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী,সৈনিকলীগ সভাপতি মাহমুদ আলী সুমন,সদস্য তৈয়ব হাসান,নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম,নবজীবন ইন্সটিটিউটের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ।
উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন জাতীর জনক বঙ্গবন্ধু ছিলেন বাঙ্গালী জাতীর স্বপ্নদ্রষ্টা, দেশ গড়ার কারিগর ও স্বাধীনতার মহানায়ক। তার দেশ প্রেম, শিশু ও সাধারণ মানুষের জন্য অকৃত্রিম ভালবাসার কারনে তিনি শুধু দেশে নয় বিশ্বদরবারে বাংলাদেশের স্থপতি এবং মহান নেতা হিসাবে পরিচিতি লাভ করেছেন। নবজীবন সাতক্ষীরার একটি ঐতিহ্যবাহী এবং স্বনামধন্য প্রতিষ্ঠান উল্লেখ করে তিনি নবজীবনের উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।পরে সকল অতিথিবৃন্দ জন্মদিনের কেক কাটেন এবং বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।এসময় শিক্ষক,অভিভাবক,কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।।