খাজরায় বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত
‘তুমি জন্মেছিলে বলে জন্মেছিল এই দেশ,মুজিব তোমার আরেক নাম স্বাধীন বাংলাদেশ’। আজ ১৭ই মার্চ ২০১৯ রবিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস।
দিবসটির তাৎপর্য তুলে ধরে ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়,খাজরা দিনভর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি,এম সাইদার রহমানের সার্বিক তত্ত্বাবধানে আলোচনা সভা,চিত্রাঙ্কন প্রতিযোগিতা,বঙ্গবন্ধুর জীবনী নিয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতা,শিশুদের গান,কবিতা আবৃত্তির আয়োজন করা হয়।
প্রধান শিক্ষক আলোচনা সভায় বলেন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের জাতির পিতার জীবনী ও তার দেশ প্রেমে সবাইকে উজ্জীবিত হয়ে জ্ঞান অর্জন করতে হবে। এজন্য শিশুদের শিক্ষাঙ্গনে আন্তÍরিক হতে হবে।অষ্টম শ্রেণির ছাত্রী সোনিয়া খাতুন বলেন বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে জানতে পেরে খুবই ভাল লাগলো।
এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী,মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডলসহ অত্র মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক গনেশ চন্দ্র বৈদ্য ও বিষ্ণুপদ গাইন।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।এছাড়াও খাজরা ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নানা অনুষ্ঠানের আয়োজন করেন।