আশাশুনিতে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত
আশাশুনিতে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা- ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কলেজের ২৫০ জন প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। ভাষা ও সাহিত্য, বিজ্ঞান, গণিত ও কম্পিউটার, বাংলা স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে লিখিত ও মৌখিক প্রতিযোগিতায় প্রত্যেক বিষয়ে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী নির্বাচন করা হয়।
প্রতিযোগিতা শেষে ৪ বিষয়ে ১২ জনকে পুরস্কৃত করা হয়। বিচারক প্যানেলে দায়িত্ব পালন করেন, দেবহাটার সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার বৈদ্য, সহকারী অধ্যাপক আমান উল্লাহ, প্রধান শিক্ষক শ্যামল কান্তি ঘোষ, আশাশুনির আরডিও বিশ^জিৎ ঘোষ, অবঃ অধ্যাপক তৃপ্তিরঞ্জন সাহা, শিক্ষক মোস্তাহিদুল ইসলাম, শিক্ষক বিধান চন্দ্র কুন্ডু। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নবাগত সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার ও একাডেমী সুপার ভাইজার হাসানুজ্জামান।