দেবহাটায় প্রচারণায় ব্যস্ত সময় কাটছে ৩ পদের ১৪ প্রার্থীর
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে বর্তমানে জেলার দেবহাটাতে বিরাজ করছে নির্বাচনী উৎসবের আমেজ। ইতোমধ্যেই দেবহাটা উপজেলা ছেয়ে গেছে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া ৩টি পদের প্রতিদ্বন্দ্বী ১৪ জন প্রার্থীর প্রতীক সম্বলিত নির্বাচনী পোষ্টার,ব্যানার আর লিফলেটে।
প্রতিদিনই চলছে স্ব-স্ব প্রার্থীদের নির্বাচনী মাইকিং। প্রতীক বরাদ্দের পর থেকেই দলীয় নেতাকর্মীদের নিয়ে দেবহাটাতে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পথসভা,গণসংযোগ আর মতবিনিময়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। শুধু তাই নয় জনসাধারণের মন কাড়তে নানা প্রতিশ্রুতি নিয়ে লিফলেট হাতে ভোটারদের বাড়ি বাড়িতেও যাচ্ছেন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা।
উপজেলার চায়ের দোকান থেকে হাট-বাজার,অফিস পাড়া থেকে মাঠে ঘাটে কর্মরত শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে আসন্ন দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা,আলোচনা সমালোচনা।
দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নের মোট ৯৭ হাজার ৮শ ৩৬ জন ভোটার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। যাদের মধ্য থেকে ৪৯ হাজার ২শ ১৫ জন পুরুষ এবং ৪৮ হাজার ৬শ ২১ জন মহিলা ভোটার ।এবারের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে উপজেলা
চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে থেকে যোগ্য নেতৃত্বকে নির্বাচিত করবেন তারা।তবে প্রত্যেক প্রার্থীর দাবি তারা বিপুল ভোটে জয়লাভ করবে । আর তাই চালয়ে যাচ্ছে অবিরাম প্রচার প্রচারণা ।
নির্বাচনী প্রতীক বরাদ্দের পর থেকেই উপজেলাতে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান পদের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি,আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড স ম গোলাম মোস্তফা,ঘোড়া প্রতীকের প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন,মোটর সাইকেল প্রতীকের প্রার্থী সাঈদ মাহফুজুর রহমান ও এনপিপি’র আম প্রতীকের প্রার্থী ওজিয়ার রহমান।
ভাইস চেয়ারম্যান পদে প্রচারণা চালিয়ে যাচ্ছেন উড়োজাহাজ প্রতীকের প্রার্থী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর,যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক টিউবওয়েল প্রতীকের প্রার্থী মনিরুল ইসলাম মনি,চশমা প্রতীকের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আনিছুর রহমান বকুল,তালা প্রতীকের প্রার্থী ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান সবুজ ও এনপিপি’র আম প্রতীকের প্রার্থী সাংবাদিক রিয়াজুল ইসলাম।
পাশাপাশি মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পদ্মফুল প্রতীকের প্রার্থী মিসেস আমেনা রহমান সহ প্রজাপতি প্রতীকের প্রার্থী প্রিয়াঙ্কা রানী,ফুটবল প্রতীকের প্রার্থী আফরোজা পারভীন,কলস প্রতীকের প্রার্থী জিএম স্পর্শ চালিয়ে যাচ্ছেন তাদের নির্বাচনী প্রচারণা।
স্থানীয় ভোটারেরা বলেন,তবে এবারের নির্বাচনে ভোটের পাখির মতো স্বল্প সময়ের জন্য উড়ে আসা প্রার্থীদের রঙ-বেরঙের প্রতিশ্রুতিতে বিভ্রান্ত না হয়ে বরং বিগত সময়ে বিভিন্ন প্রতিশ্রুতির বাস্তবায়ন,এলাকার উন্নয়ন তথা সাধারণ মানুষের কল্যাণে নিয়োজিত থাকা যোগ্য প্রার্থীদেরকেই ভোট দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হবে ।
এ ব্যাপারে স্থানীয় তরুণ ভোটার সোহাগ হোসেন বলেন,আমরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চাই । যাতে করে আমরা ভোটের মাধ্যমে নিজের পছন্দের প্রার্থীকে জয়ী করতে পারি ।
নির্বাচন প্রসঙ্গে দেবহাটার হাজী কেয়ামদ্দীন মমোরিয়াল মহিলা কলেজের প্রভাষক আবু হাসান বলেন,সুন্দর ও সুষ্ঠ পরিবেশে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ মানুষের অধিকার,দেবহাটাবাসী নিরাপদে ও উৎসব মুখর পরিবেশে যাতে করে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য প্রশাসনকে সজাগ থাকার পরামর্শও দেন তিনি।
এ ব্যাপারে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ইকবাল হোসেন বলেন,দেবহাটায় আগামী ২৪শে মার্চ শান্তিপূর্ণভাবে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আইন-শৃঙ্খলা বাহিনী প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে সজাগ অবস্থানে থেকে দায়িত্ব পালন করবেন। ইতোমধ্যেই আচরণবিধি যাতে লঙ্ঘিত না হয় সেজন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।