তালায় সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত
শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে সৃজনশীল মেধা অন্বেষণ উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে তালা বি,দে সরকারী উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন।
এসময় উপস্থিত ছিলেন,তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান,উপজেলা একাডেমি সুপার ভাইজার প্রভাষ কুমার দাস,বি,দে সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক খালেকুজ্জামনসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়,মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীরা ,শিক্ষক ও বিচারক মন্ডলী উপস্থিত ছিলেন।
খুলনা জেলার পাইকগাছা উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের বিচারক মন্ডলী দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। ভাষা ও সাহিত্য, দৈনন্দিন বিজ্ঞান,গণিত ও কম্পিউটার,বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযোদ্ধা ৪টি বিষয়ের উপরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এদের মধ্যে ৬ষ্ট শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ক গ্রুপ,নবম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত খ গ্রুপ ও একাদশ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত গ গ্রুপ নিয়ে উপজেলার সকল মাধ্যমিক স্কুল,মাদ্রাসা ও কলেজে শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদের মধ্যে ১২জন বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ দেওয়া হবে।