সন্তানকে বাঁচাতে সাগরে মায়ের ঝাঁপ
তীর থেকে সাগরের পানির ওপরে কিছু দূর পর্যন্ত সিমেন্ট ব্লকের হাঁটাচলার রাস্তায় ৩ বছরের সন্তানকে নিয়ে হাঁটছিলেন এক নারী। ট্রলির মধ্যেই বসা ছিল ওই শিশু। হঠাৎ ঝড়ো বাতাস ট্রলিসহ শিশুকে উড়িয়ে নিয়ে সাগরে ফেলে দেয়। সন্তানকে বাঁচাতে তৎক্ষণাৎ মাও ঝাঁপ দেন সাগরে।
সোমবার ইউক্রেনে কৃষ্ণসাগরের আর্কেডিয়া বিচে এ ঘটনা ঘটে।
এক প্রত্যক্ষদর্শী জানান, আচমকা ঝড়ো বাতাস ট্রলিসহ ওই শিশুকে সাগরের পানিতে ফেলে দেয়। শিশুকে বাঁচাতে মাও ঝাঁপ দেন সাগরে। এ সময় একজন পথচারী মা ও শিশু দুজনকেই উদ্ধার করেন।
আচমকা ওই ঝড়ো হাওয়ায় আশপাশের অনেক ঘরের উপরিভাগ উড়িয়ে নিয়ে যায়, এমনকি গাছ পর্যন্ত উপড়ে ফেলে।
ইউক্রেনের জরুরি সেবা কর্তৃপক্ষ এ ঘটনা নিশ্চিত করেছে। তবে সেখানে তৎক্ষণাৎ কোনো উদ্ধারকর্মী পৌঁছানো সম্ভব হয়নি। ফলে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে পারেননি তারা।