দেবহাটায় পূর্ব শত্রুতার জেরে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ,থানায় অভিযোগ দায়ের
দেবহাটার নোড়ারচকে পূর্ব শত্রুতার জের ধরে হাফিজুল ইসলাম নামের এক ঘের ব্যবসায়ীর মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে দু’লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার গভীর রাতে নোড়ার চকের মৎস্য ঘেরটিতে মালিক হাফিজুলের অনুপস্থিতে বিষ প্রয়োগ করে প্রতিপক্ষরা। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ মৎস্য ঘের মালিক উপজেলার চাঁদপুর গ্রামের আদর আলী গাজীর ছেলে হাফিজুল ইসলাম বাদী হয়ে নোড়ারচক গ্রামের আবুল হোসেনের ছেলে রিপন হোসেন ও খলিশাখালী গ্রামের রুস্তম আলীর ছেলে আল-আমিনের বিরুদ্ধে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী ঘের মালিক জানান,নোড়ার চকে ১৬ বিঘা আয়তনের মৎস্য ঘেরটি পরিচালনা করাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয় আবুল হোসেনের ছেলে রিপনের সাথে তার বিরোধ চলে আসছিলো। বৃহস্পতিবার গভীর রাতে পূর্ব শত্রুতার জেরে রিপন ও তার সহযোগী আল-আমিন মৎস্য ঘেরটিতে বিষ দিয়ে দু’লক্ষাধিক টাকা মুল্যের বাগদা ও গলদা চিংড়ি সহ অন্যান্য মাছ মেরে ফেলে। এদিকে এ ঘটনায় অভিযোগ দায়েরের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও অদ্যবধি অভিযুক্তরা তাকে বিভিন্ন মাধ্যমে হুমকি দিয়ে যাচ্ছে বলেও জানান ঘের মালিক হাফিজুল।