সাতক্ষীরায় গ্রামবাসীর উদ্যোগে ৩কি.মি রাস্তা নির্মাণ
দীর্ঘ ১৮ বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে আছে মাছখোলা বাজারের পৌরসভার ৩ কি.মি. এই রাস্তাটি। প্রতিনিয়ত চলাফেরা করেন স্কুল কলেজের কমলমতি স্কুলের ছাত্র, ছাত্রী সহ সকল শ্রেণি পেশার মানুষ। সংস্কারের জন্য কোন মাথা ব্যথা নেই সরকারি কর্মকর্তা বা জনপ্রতিনিধিদের। কিন্তু এবি ও এজে ইট ভাটার দানব ট্রাকের চলাচল রয়েছে দীর্ঘদিন ধরে। কিন্তু সংস্কার কথাটি মাথায় নেই কারোরও।
স্থানীয়রা জানান, বিভিন্ন সময় জনপ্রতিনিধিরা বিভিন্ন ধরণের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা কখনো হয় না ।
অবশেষে গ্রামবাসীরা মিলিত হয়ে রাস্তা মেরামতের জন্য নিজেরাই ঝুড়ি, কোদাল নিয়ে মাটি কেটে এই রাস্তা সংস্কারে কাজে নেমে পড়েছেন।
বুধবার (১৩ মার্চ) সকাল থেকে শহরের মাছখোলা গ্রামের শতাধিক গ্রামবাসী ও প্রত্যাশা ক্লাবের সদস্য মিলে এই রাস্তাটি সংস্কার শুরু করেছেন।
প্রতিনিয়ত মাছখোলা, পারমাছখোল, দামারপোতা, গোয়ালপোতা সহ ১০টি গ্রামের মানুষ চলাচল করে। কিছুদিন পরেই বর্ষাকাল আর বর্ষা কালে এই রাস্তাদিয়ে চলাচল খুবই কষ্টকর তাই গ্রামবাসী এবং প্রত্যাশা ক্লাবের সদস্য মিসে এই রাস্তা মেরামত করছি।
সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্র সাকিবুল হাসান ও আমিরুল ইসলাম জানান রাস্তা নির্মাণ শুরু করলেও জনপ্রতিনিধিদের কাউকে পাওয়া যায়নি।