শুরু হলো আলিয়ার ‘কলঙ্ক’! (ভিডিও)
সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত, বরুণ ধাওন, আলিয়া ভাট, আদিত্য রয় কাপূর, সোনাক্ষী সিনহাসহ আরো অনেকে। এর তালিকা যেন দীর্ঘ। কেননা এত তারকার সমাবেশ ‘কলঙ্ক’-তেই। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো। কেননা মঙ্গলবার মুক্তি পেল এই ছবির টিজার। আর এতেই শুরু আলিয়ার ‘কলঙ্ক’ যাত্রা!
অভিষেক বর্মনের পরিচালনায় এই ছবি প্রযোজনা করেছেন করন জোহর। প্রায় দু’দশক পরে এই ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন সঞ্জয় এবং মাধুরী। দু’জনেই দু’জনের কাজের প্রশংসা করেছেন।
অন্যদিকে, করনের কাছে এই প্রজেক্ট খুবই গুরুত্বপূর্ণ। কারণ গত ১৫ বছর ধরে এই ছবিটা নিয়ে ভেবেছেন তিনি। তার বাবা যশ জোহর শেষ যে ছবির জন্য ভেবেছিলেন, কাজ করেছিলেন তা হল ‘কলঙ্ক’।
আলিয়া সোশ্যাল মিডিয়ায় এই ছবির টিজার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আজ থেকে কলঙ্ক…।’ টিজার লঞ্চের অনুষ্ঠানে মুম্বইয়ে রঙ মিলিয়ে পোশাক পরেছিলেন তারকারা। সঞ্জয়-মাধুরীর রঙ ছিল কালো। বরুণ-আলিয়া সাদা এবং আদিত্য-সোনাক্ষী লাল রঙে সেজেছিলেন। সব কিছু ঠিক থাকলে এ ছবি মুক্তি পাবে আগামী ১৭ এপ্রিল।
‘কলঙ্ক’ ছবির টিজার-